নাগেশ্বরী পৌর মেয়র নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু
সোহেল রানা, কুড়িগ্রাম প্রতিনিধিঃ শান্তিপূর্ণভাবে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটগ্রহণ উপলক্ষে নিঃছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয় ।
ভোট গনণা শেষে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু (নারিকেল গাছ) ১১ হাজার ৯৭৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকট তম প্রার্থী জাতীয় পার্টির আব্দুর রহমান (লাঙ্গল) ৯ হাজার ৩০৭ ভোট। এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা রফিকুল ইসলাম (হাতপাখা) ৬ হাজার ৮৭১ ভোট, আওয়ামীলীগের প্রার্থী ফরহাদ হোসেন সওদাগর ধলু (নৌকা) ৫ হাজার ৭২৬ ভোট এবং বিএনপি’র প্রাথী শহিদুল ইসলাম (ধানের শীষ) ৮ শত ৯ ভোট পান।
উল্লেখ্য স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু আওয়মীলীগ এর তৃণমূলের ভোটে প্রার্থী তালিকায় জয়ী হয়েছিলেন।
তবে কেন্দ্রীয় আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকী পান ফরহাদ হোসেন সওদাগর ধলু, যিনি কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য আসলাম সওদাগরের বড়ভাই। একসময় কুড়িগ্রাম জেলা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। কিন্তু দীর্ঘদিন রাজনীতির বাইরে থেকে হঠাৎ করে নৌকার প্রতিকী পাওয়ায় স্থানীয় ভাবে সাড়া ফেলতে পারেনি।
তাই তৃণমূলে আওয়ামীলীগে জয়ী হয়েও দলীয় মনোনায়ন না পাওয়ায় মোহাম্মদ হোসেন ফাকু স্বতন্ত্র প্রার্থী হিসাবে পৌর নির্বাচনে অংশগ্রহণ করেন এবং হাড্ডা-হাড্ডি লড়াইয়ে জয়ী হয়ে নাগেশ্বরী পৌরসভার পৌরপিতা নির্বাচিত হন।